মোঃ তৌহিদুল ইসলাম কবির, ১২ মে: লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, সহকারী কমিশনার ভূমি মোঃ হুমায়ুন রশিদ ও বাংলাদেশ সেনাবাহিনী।
এসময় সরকারি নির্দেশনা ও সামাজিক দুরত্ব না মেনে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করায় ব্যবসায়ীদের কড়া সতর্কতা প্রদান করেন এবং নিয়ম না মানলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারও হুশিয়ারি দেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, সোনাপুর বাজার কমিটির সভাপতি লিয়াকত পাটোয়ারীকে সাথে নিয়ে রামগঞ্জ নুর প্লাজা, জিয়া শপিং কমপ্লেক্স, সোনাপুর সিদ্দিক মাষ্টারের দোকানসহ রামগঞ্জ সোনাপুর বাজারে ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় সামাজিক দুরত্ব না মানায় দোকানে হ্যান্ড স্যানেটাইজার না রাখাসহ ক্রেতা এবং বিক্রেতার মুখে মাস্ক ও হাতে গ্লাভস না থাকায়
ধিক্কার জানান উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এসময় তিনি মহিলা ক্রেতাদেরও কড়া সতর্কতাসহ পরবর্তীতে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
এসময় তিনি কয়েকজন মোটরসাইকেল চালককে জরিমানা করেন।
এদিকে একই সময় পুলিশ সদস্যদের সাথে নিয়ে রামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি হুমায়ুন রশিদ এবং রামগঞ্জ আলিয়া মাদ্রাসার সামনে অভিযান এবং মোটরসাইকেল চালকদের কড়া সতর্কতা প্রদান করেন সেনাবাহিনীর সদস্যগন।
দোকানে ক্রেতা সমাগম বেশি হওয়ায় আবদুর রশিদ পাটোয়ারী ষ্টোরকে ২ হাজার, মাসফিয়া ফ্যাশন গ্যালারীকে ১ হাজার টাকা জরিমানা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন রশিদ।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, আজকে সবাইকে সতর্ক করা হয়েছে। আগামীকাল থেকে নিয়ম না মানলে ক্রেতা এবং ব্যবসায়ী কাউকেই ছাড় দেওয়া হবেনা।