মাহমুদ ফারুক, ১৩ মে: লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৩হাজার পরিবার। বুধবার রামগঞ্জ পৌরশহরের শিশুপার্কে লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সামাজিক দূরত্ব ও শৃংখলা মেনে ৩ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহার তুলে দেন।
উপহার দেয়ার পূর্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ, মহিলা সদস্য সামশেদা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্নআহবায়ক সায়েম হোসেন, মো: নোমান হোসেনসহ প্রমূখ।
জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন জেলার সবগুলো উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৭০ হাজার উপহার সামগ্রী মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্ত পরিবারের মাঝে প্রদান করা হয়েছে।
তিনি ব্যক্তিগত তহবিল থেকেও নগদ অর্থ, স্বাস্থ্য সুরক্ষায় পিপিই, সাবান, হ্যান্ডস্যানিটাইজার, স্যাবলন, স্প্রে প্রদান করেন। তিনি আরো জানান গত দেড়মাস যাবত লকডাউনে জেলা শহরসহ সবগুলো উপজেলা শহরে জনসচেতনাসহ খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন।