নজরুল ইসলাম দিপু, ১৫ মে: মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে দেশব্যাপি হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ব্যক্তিগত অর্থায়নে মোট ৫০ হাজার পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন রায়পুর সংসদীয় আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুল ও তার সহধর্মীনি সংরক্ষিত মহিলা আসনের এমপি মিসেস সেলিনা ইসলাম সিআইপি ।
এ বিতরন কাজের ১ম ধাপে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম সেলিনা ইসলাম সিআইপি।
এরই ধারাবাহিকতায় ২য় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সদর উপজেলার ২নং দক্ষিন হামছাদী, ৩নং দালাল বাজার, ৪নং চররুহিতা ও ৫নং পার্বতীনগর ইউনিয়নে পৃথক আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য ও ঈদ সামগ্রী বিতরন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস সেলিনা ইসলাম সিআইপি। এসময় খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
বুধবার (১৩) মে সদর উপজেলার ১নং উত্তর হামছাদী, ১৬নং শাকচর, ২০নং চররমনী মোহন, ২১নং টুমচর ইউনিয়নে পৃথক আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য ও ঈদ সামগ্রী বিতরন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস সেলিনা ইসলাম সিআইপি। এসময় খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এসময় ২দিনে ৮ ইউনিয়নে পৃথক খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৫নং পার্বতীনগর ইউপি চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: শামছুদ্দিন, লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের আহবায়ক ও ৪নং চররুহিতা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারী, ২নং দক্ষিন হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর শাহ আলম, সাধারণ সম্পাদক নুর আলম মোহন, ৩নং দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান মাষ্টার, সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ বাকের, ৪নং চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ফিরোজ, ৫নং পার্বতীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোস্তফা কামরুল, ২নং টুমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিন লোলা, সাধারণ সম্পাদক নজরুল মাষ্টার, ২০নং চররমনী মোহন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জামাল মাষ্টার, ইউপি চেয়ারম্যান ইউছুফ ছৈয়াল, ১৬নং শাকচর ইউপি চেয়ারম্যান ও সদর পশ্চিম যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন টিটু চৌধুরী, ১নং উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, সদর থানা আওয়ামী লীগ সদস্য সোহরাব হোসেন বিনু, লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য মাহাবুবুল হক মাহাবুব, সাখাওয়াত হোসেন আরিফ, এমপির ব্যক্তিগত সহকারী সোহেল আহমেদ, যুবলীগ নেতা গিয়াসউদ্দিন সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন বাবুসহ সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এর আগে সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের পক্ষ থেকে রায়পুর উপজেলার সকল ইউনিয়নে ১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। এছাড়াও করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতায় সদর ও রায়পুরের ২০ ইউনিয়নে ৩৭ হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় এবং জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, থানা ও সাংবাদিকদের সুরক্ষার জন্য ৫শত পিপিই প্রদান করেন মিসেস সেলিনা ইসলাম সিআইপি এমপি।