রায়হানুর রহমান, ১৮ মে: প্রচেষ্টা পাঠশালার ক্ষুদে অর্ধশত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে ইফতারি পৌঁছে দিয়েছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইমাম হোসেন স্বপনের সার্বিক ব্যবস্থাপনায় আজ সোমবার ইফতারির পূর্ব মুহুর্তে রামগঞ্জ শিশুপার্ক সংলগ্ন এলাকার সুবিধা বঞ্চিত ও প্রচেষ্টা পাঠশালার অর্ধশত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের হাতে ইফতারি তুলে দিয়ে খুব আনন্দ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার।
এসময় তিনি জানান, সুবিধা বঞ্চিত অসহায় এসব শিশুদের মাঝে ইফতারি বিতরন খুবই আনন্দদায়ক। এ ধরনের শিশুরা একসময় ভিক্ষাসহ কাগজপত্র কুড়াতো। এখন তারা স্কুলে পড়ে। তাদের ভিতরে যে পরিবর্তনের ছোঁয়া দেখেছি তা সত্যিকার অর্থেই সুখকর।
তিনি এসময় উক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকসহ প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, সমাজের ভিত্তবান মানুষরা যদি এ ধরনের শিশুদের পাশে দাঁড়ায় তাহলে সোনার বাংলা বিনির্মানে অনেক বেশি সহায়ক হবে।
এসময় রামগঞ্জ আমার লক্ষ্মীপুর ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মাহমুদ ফারুক, শিক্ষাবিদ ও ব্যবসায়ী মোঃ সোহাগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।