মাহমুদ ফারুক, ১৯মে: রামগঞ্জে হিমালয় পরিবহনের মালিকপক্ষ গত আড়াইমাস কোন খোঁজ খবর না নেয়ার কারনে রামগঞ্জ থেকে ঢাকায় চলাচলরত হিমালয় পরিবহনের সাড়ে ৪শতাধীক চালক ও শ্রমিকের পরিবার মানবেতর জীবন যাপন করছেন বলে জানান চালক ও শ্রমিকরা।
আজ মঙ্গলবার সকাল ১১টায় রামগঞ্জ বাসটার্মিনালের হিমালয় পরিবহনের সামনে মালিকপক্ষ থেকে ত্রানসহ ঈদ বোনাস পেতে মানবন্ধন করেছেন চালক ও শ্রমিকগণ।
এসময় চালকরা জানান, গত আড়াই মাস থেকে লকডাউন। লকডাউনের কারনে গাড়ী বন্ধ। সরকারী বা বেসরকারী এমনকি অন্য গাড়ী কোম্পানীগুলো তাদের চালকদের বেতনভাতা ও খাদ্য সহায়তা দিলেও হিমালয় পরিবহনের মালিক কর্তৃপক্ষ অধ্যাবদি আমাদের কোন খবর নেয়নি। ৪/৫দিন পর ঈদ। এই ঈদে পরিবার পরিজন নিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি।
এসময় বক্তব্য রাখেন, হিমালয় পরিবহনের চালক আলমগীর হোসেন, জসিম উদ্দিন ও আবদুল মতিন।
হিমালয় পরিবহন রামগঞ্জ কাউন্টারের জিএম মোঃ মোস্তফা জানান, আসলে সবার মতো আমিও ভুক্তভোগী। অধ্যাবদি সরকারী বা আমাদের কোম্পানী থেকে কোন ধরনের সুযোগ সুবিধা চালক বা শ্রমিকদের প্রদান করা হয়নি। প্রায় সাড়ে ৪শ চালক শ্রমিক। এদেরও তো পরিবার পরিজন রয়েছে। মালিকপক্ষকে কয়েকবার বলা হয়েছে, তারা কোন সদুত্তোর দিচ্ছেন না।