মাহমুদ ফারুক, ২১ মে: লক্ষ্মীপুরের রামগঞ্জ সোনালী ব্যাংক শাখার ব্যাবস্থাপক মোঃ শামসুল আলমসহ ৫জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার। গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে নতুন করে আরো ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে রামগঞ্জে ৫, লক্ষ্মীপুর সদর ৯ ও রায়পুর ১ ও কমলনগর উপজেলায় ১ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাক্তার আবদুল গফ্ফার বলেন, লক্ষ্মীপুরে সর্বমোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১২৬ জনে। যার মধ্যে সদর ৪৪, রামগঞ্জ ২৭, কমলনগর ৯, রামগতি ১২, রায়পুর ৩৪।
গত ২৪ ঘন্টায় রামগঞ্জে ২জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। এ নিয়ে জেলায় মোট ৪০ জন করোনা রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে রামগঞ্জে চিকিৎসকসহ ১৭ জন, কমলনগরে শিশুসহ ৬ জন, রামগতিতে ৫ জন এবং সদরে ১২ করোনা রোগী সুস্থ হয়েছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ জন।
সোনালী ব্যাংক রামগঞ্জ শাখার সহকারী ব্যাবস্থাপক, করপাড়া ইউনিয়নের আইয়েনগর গ্রামের পাঁচহাজারী বাড়ীর একজন, সোনালী ব্যাংক রামগঞ্জ শাখার এম এল এস এস ও একই শাখার এক আনসার সদস্য।