রায়হানুর রহমান, ২ মে: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় ঢাকাস্থ মোস্তফা এন্ড কোম্পানীর উদ্যোগে করোনা ভাইরাসে ঘরে থাকায় কর্মহীন পরিবারের মাঝে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার “ঈদ উপহার” বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান সোহানের সার্বিক তত্ত্বাবধানে সাংবাদিক বেলায়েত হোসেন বাচ্চু রামগঞ্জ পৌর রতনপুর, আঙ্গারপাড়া, সাতারপাড়া, সোনাপুর, উপজেলার কাশিমনগর, লামচর, রসুলপুর, কালিকাপুর, শৌশালিয়া, বদরপুর, শেখপুরা, সোন্দড়া গ্রামে সিএনজিযোগে হতদরিদ্রদের ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান সোহান বলেন, করোনা ভাইরাসে মানুষ অর্থনৈতিক সংকটে থাকায় ঈদ সামগ্রী ক্রয় করতে পারছে না। এলাকার মানুষ যাতে ঈদ উল ফিতরের দিনে পরিবারের সদস্যদের নিয়ে একটু আনন্দমুখর পরিবেশে কাটাতে পারে সে লক্ষে আমাদের ক্ষুদ্র প্রয়াস।