মাহমুদ ফারুক, ২৩ মে: রামগঞ্জ উপজেলার বিভিন্ন হাঁটবাজার ও পৌর শহরের জিয়া শপিং কমপ্লেক্সসহ সড়কের দুই ধারে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে বেশ কয়েকজন ক্রেতা ও বিক্রেতাকে ২৩হাজার টাকা জরিমানা ও ১৫টি মামলা দায়ের করা হয়েছে। এসময় কয়েকজন হতদরিদ্র মানুষের মাঝে ১০টি করে ডিম ও সম্প্রতি রামগঞ্জ সোনালী ব্যাংকের ব্যাবস্থাপকসহ ৪ কর্মকর্তা/কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় তাদের মাঝে দেয়া হয়েছে খাদ্যদ্রব্য উপহার।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স, পাটবাজার, পুলিশ বক্স চত্বর, সোনালী ব্যাংক সড়ক, মৌলভী বাজার, সোনাপুর বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালায়। এসময় লকডাউনের আওতার বাহিরে বেশ কিছু দোকান খোলা রাখার অপরাধে ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের ও নগদ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে স্থানীয় ব্যাবসায়ীদের দাবী সরকার ঘোষিত প্রনোদনায় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ২৫শ টাকা করে উপহার পেলেও আমরা যারা এ শহরে প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদের দিকে তাঁকানোর সময় কারো নেই। আমরা লক্ষ-কোটি টাকা ব্যবসা প্রতিষ্ঠানে ঢেলেছি। আর সুযোগ পাচ্ছে দলীয় কর্মীরা। আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতা করতে চাই। তবে ট্রেড লাইসেন্স অনুযায়ী আমাদের ব্যবসায়ীদের সরকারী প্রনোদনার আওতায় আনা হোক।
বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেম মোঃ রেজোয়ান, রামগঞ্জ থানা পুলিশের এস আই মোঃ অলি উল্যাহ ও রামগঞ্জ পৌর স্যানেটারি ইন্সফেক্টর আলমগীর কবীর উপস্থিত ছিলেন।