এস এম আওলাদ হোসেন, ২৬ মে: করোনা ভাইরাসের সংক্রমণরোধে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার দুপুরে রামগতি উপজেলা নির্বাহী অফিসার মো.আবদুল মোমিন সচেতনতামূলক এক বার্তায় এ নির্দেশ দিয়েছেন।
এতে বলা হয়েছে, আলেকজান্ডার মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
তাই প্রশাসনকে বিব্রত না করার অনুরোধ করছি। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। অতএব জনসমাগম এড়িয়ে চলুন।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোটরসাইকেল যোগে দূর-দূরান্তের শত শত মানুষের সমাগম দেখা গেছে আলেকজান্ডারের মেঘনা বিচে। এতে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশংকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেয়া হয়েছে।