শাহ আলম শাহেদ ও শিতাব আযিয, ২৭ মে: সাইফুর’স রামগঞ্জ শাখার সার্বিক ব্যবস্থাপনায় আধুনিকমানের জীবানুনাশক টানেল, বীজ ও মাস্ক বিতরণ উদ্বোধন করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
আজ বুধবার বিকাল ৫টায় রামগঞ্জ শহরের বাইপাস সড়কস্থ সাইফুর’স এর রামগঞ্জ শাখা কার্যালয়ের তত্বাবধায়ক অধ্যাপক হারুন অর রশিদের পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, আমি অভিভূত ও আনন্দিত। এ ধরনের একটি অনুষ্ঠানে আমাকে সম্পৃক্ত করায় সাইফুর’স কর্তৃপক্ষকে ধন্যবাদ। তিনি আরো জানান, স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সাইফুর’স রামগঞ্জ শাখার যে মানবিক কার্যক্রম গ্রহণ করেছে তা নিঃসন্দেহে দেশপ্রেম। আমরা যারা মুক্তিযুদ্ধে যেতে পারিনি, করোনা ভাইরাসের এ ক্রান্তিকালে দেশের জন্য নিবেদিত প্রান মানুষগুলোও প্রকৃত দেশপ্রেমিক।
এসময় তিনি করোনায় মৃত্যুবরনকারী ব্যক্তিদের স্বেচ্ছায় দাফনকারী সদস্যদেরও ধন্যবাদ জানান এবং তাদের নিরাপদ স্বাস্থ্য রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়পুর এল এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান, রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক দেলোয়ার হোসেন ও দৈনিক দেশ রূপান্তর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও আমার লক্ষ্মীপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদ ফারুক প্রমূখ।