মাহমুদ ফারুক, ৩১মে: করোনা ভাইরাস উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে রামগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সার্বিক তত্বাবধানে হাসপাতাল রোগী কল্যাণ সমিতির উদ্যেগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বিকালে রামগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন করোনা ভাইরাস উপসর্গ ও করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফনকারী ১৪ সদস্যদের হাতে উন্নতমানের বুট, গ্লাভস, রেইনকোট ও মাস্ক তুলে দেন। এছাড়া হসপিটালের একটি কক্ষে আলাদাভাবে করোনা উপসর্গ ও নমুনা সংগ্রহের জন্যও বুথ তৈরি করা হয়।
রামগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের দিকনির্দেশনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দারের সহযোগীতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মরত ব্যক্তিরা মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন।
দাফনকারী দলের সদস্য শিতাব আযিয জানান, করোনা উপসর্গে কোন লোক মারা গেলে আত্মীয়স্বজন কেউ কেউ দাফনে অংশগ্রহণ করেন না। আমরা স্ব-উদ্যেগে মানবিক এ কাজে অংশগ্রহণ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি, দাফনে অংশগ্রহণকারী সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দেয়ার জন্য।