মাহমুদ ফারুক, ৩১ মে:
করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার তার নিজ বাড়িতে জ্বর-সর্দি শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে রামগঞ্জ উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে আসেন।
এসময় হসপিটাল কর্তৃপক্ষ বৃদ্ধার রক্তের নমুনা সংগ্রহ করে ভর্তি দেয়ার কিছুক্ষন পরেই মারা যান তিনি।
এ ঘটনায় রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়েনের জগতপুর গ্রামের শেখের বাড়ীসহ (নিহতের বাড়ী) ৩টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, জগতপুর গ্রামের বৃদ্ধ মোঃ শাহাবুদ্দিন মিয়া গত ২৮রমজানে জ্বও, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে বাড়ীতে আসেন।
ঢাকা থেকে আসার পর তিনি নিয়মিত বাড়ীর সামনে কয়েকটি চা-দোকানে নিয়মিত আসা যাওয়া করতেন। স্থানীয় লোকজন উনাকে ঘরে থাকার জন্য বার বার বললেও তিনি কোন কথা শুনতে নারাজ ছিলেন।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত কয়েকদিন থেকে ঐ বৃদ্ধা জ্বও, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে বাড়ীতে অসুস্থ ছিলেন হঠাৎ করে আজ সকালে আরো বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন আজ সকালে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
নমুনা সংগ্রহ করে হাসপাতালে ভর্তি দেয়ার কিছুক্ষন পর সে মারা যায়। এ ঘটনায় ৩টি বাড়িকে লক ডাউনে রাখা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন গণিপুর গ্রামের একটি মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক (৬৫) জ¦র, সর্দি-কাশিসহ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানালেন জেলা স্বাস্থ্য বিভাগ। মৃত ওমর ফারুকের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এেিদক লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের সংক্রমের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এর মধ্যে ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সদর উপজেলার পূর্বের একজন তৃতীয়বারসহ মোট আরো ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সদর উপজেলা আক্রান্তের সংখ্যা ১০২ জনে পৌঁছালো। জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২১৮ জনে পৌঁছালো।