রাকিব হোসেন, ২মে: লক্ষ্মীপুরে দ্রুতগামী বালুবাহী পিকআপ ভ্যানের চাপায় নাইম হোসেন নামের ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। স্থানীয়রা ঘাতক পিকআপ ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামের ইলিরগোজা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু নাইম একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও লক্ষ্মীপুর আল মুহিন ইসলামী একাডেমীর নূরানী বিভাগের ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজু চৌধুরী হাট এলাকা থেকে একটি বালু বাহী পিকআট শিশু নাইমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক চালক ও পিকআপটিকে আটক করেছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।