বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ ইন্সপেক্টর (অব.) মজিবুল হকের (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম মজিবুল হক দৈনিক ইনকিলাব চাটখিল প্রতিনিধি দিদারুল আলমের বাবা।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর মিরপুরে ইন্তেকাল করেন তিনি। একাধিকবার হৃদরোগে আক্রান্তসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, চার পুত্র, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। জানাজার পূর্বে রামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সালেহ আহমেদ, সমবায় অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুমের লাশের প্রতি গার্ড অব অনার প্রদান করেন। পরে তার কফিনে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা জড়িয়ে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হকের বড় ভাই মো. নুরুল হক মিয়া স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে যশোরে পাক বাহিনীর হাতে শহীদ হন।