মাহমুদ ফারুক, ১৬ জুন: জেলার রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের নারায়নপুর সমিতির বাজার সংলগ্ন আনার বাড়ীতে সুলতান পাটোয়ারী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গত সপ্তাহখানে থেকে করোনায় আক্রান্ত হয়ে ঘরেই চিকিৎসাধীন ছিলেন। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়ীতে তিনি মারা যান।
এর পূর্বে বেশ কয়েকদিন সুলতান পাটোয়ারী জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেনে। গত ৯জুন সুলতান পাটোয়ারীর নমুনা সংগ্রহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানান, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, করোনায় আক্রান্ত হয়ে সুলতান পাটোয়ারীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।