আনিস কবির, ১৯ জুন:
লক্ষ্মীপুর সদরে ও রামগঞ্জে করোনা উপসর্গ নিয়ে জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট, ও গলাব্যথা নিয়ে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু ও ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ইউছুপপুর গ্রামে বাসিন্দা। এইদিকে একই উপসর্গ নিয়ে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে ।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রচ- জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথা ছিল। গত দুইদিন আগে সদর হাসপাতালের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেন। রাতে তার অবস্থা আরও গুরুতর হলে আজ সকালে নোয়াখালী হাসপাতালে তার মৃত্যু হয়।
রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নে ৩৫ বছর বয়সী এক যুবক গত ১৫দিন থেকে করোনা উপসর্গ জ্বর শ্বাস কষ্ট নিয়ে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, কয়েকদিন যাবত তাদের জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথা ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মৃত্যুর ঘটনায় ৪টি বাড়ির লকডাউনের নির্দেশনা দেয়া হয়েছে।