ফজলে রাব্বী, ২৫ জুন: করোনা ভাইরাসের প্রকোপের কারনে ও নিউমোনিয়া আক্রান্তসহ শ্বাসকষ্টের রোগীদের জন্য বিনামূল্যে ৪টি অক্সিজেন সিলিন্ডার সেট, করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত মৃতদেহের দাফনে স্বেচ্ছাসেবীদের জন্য ৩শতাধীক পিপিই, ৫০টি রেইনকোট, ৮০ জোড়া গামবুট, উন্নতমানের মাস্ক, স্যানেটাইজার, গগলস, ফেসশিল্ড ও মৃতদেহের স্থানান্তরসহ স্বেচ্ছাসেবীদের আনা নেয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের মাধ্যমে ও ইসলামী ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে দাফনটীমের সদস্যদের জন্য তা হস্তান্তর করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে বিশিষ্ট শিক্ষানুরাগী আরপি গ্রুপ ও ফরিদ আহম্মেদ ভূইয়া একাডেমীর চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ভূইয়া, ঢাকাস্থ বঙ্গবাজার দোকান মালিক সমিতির সভাপতি ও ঢাকাস্থ রামগঞ্জ সমিতির ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মজু এবং কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইমাম হোসেন সাবেক পৌর মেয়র হানিফ পাটোয়ারীর মাধ্যমে এ মালামালগুলো হস্তান্তর করেন।
দৈনিক দেশ রূপান্তর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন অক্সিজেন সিলিন্ডার, পিপিইসহ সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন।
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন জানান, আমরা মূলত রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ও ইসলামী ফাউন্ডেশনের গঠন করা দাফনটীমকে সহযোগীতার করার লক্ষে মানবিক কাজে অংশগ্রহণ করছি। আমরা শুধুমাত্র দাফনটীমের সদস্যদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করবো। বাকীটা ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তারা সার্বিকভাবে পরিচালনা করবেন।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, এ পর্যন্ত রামগঞ্জ উপজেলায় জ্বর-সর্দি-কাঁশি ও শ্বাসকষ্টে মারা গেছেন ত্রিশজন, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২জন এবং মৃতের পর ৫জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। করোনা উপসর্গ ও মৃতদের দাফনে স্বেচ্ছায় অংশগ্রহণকারীদের দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আর এসব স্বেচ্ছাসেবকদরে সুরক্ষায় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের এ ধরনের মহতি উদ্যেগকে স্বাগত জানিয়ে তিনি আরো বলেন, যে সকল মানবিক ব্যক্তি আর্থিকভাবে এমন কাজকে আরো সহজসাধ্য করেছেন তাদের প্রতি অকুণ্ঠচিত্তে কৃতজ্ঞতা জানাই।