মাহমুদ ফারুক, ২৭ জুন:
দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নেতা অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন।
তিনি অধ্যাপক নাসরীন আহমেদের স্থলাভিষিক্ত হলেন। অধ্যাপক নাসরিনের মেয়াদ শেষ হওয়ায় রাষ্ট্রপতি এই পদে নতুন নিয়োগ দিলেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মাকসুদ কামাল টানা চতুর্থবার নির্বাচিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।
দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন।
তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্য। মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন তিনি।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে উপ-উপাচার্যের শূন্য পদে নিয়োগ করা হল।
তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন বরে প্রজ্ঞাপনে জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “অধ্যাপক মাকসুদ কামালকে চার বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।”
এদিকে
লক্ষ্মীপুরের কৃতি সন্তান দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নেতা ও অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পাওয়ায় লক্ষ্মীপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রামগঞ্জ উপজেলার উদয়পুর ফরিদ আহম্মেদ ভূইয়া একাডেমীর চেয়ারম্যান, আরপি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ফরিদ আহম্মেদ ভূইয়া জেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ফরিদ আহম্মেদ ভূইয়া একাডেমীর চেয়ারম্যান ফরিদ আহম্মেদ জানান, ঢাবির উপ-উপাচার্য মাকসুদ কামালকে নিয়োগ দেয়া নিঃসন্দেহে লক্ষ্মীপুর জেলাবাসীর গর্ব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তথ্যসূত্র: বিডি নিউজ ২৪ ডট কম