আতোয়ার রহমান মনির, ২৯ জুন: লক্ষ্মীপুর পৌর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদসহ সোলায়মান নামের এক যুবক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে পৌর শহরের ২নং ওয়ার্ডস্থ পানির টাংক রোড এলাকায় ওই যুবকের ভাড়া বাসায় অভিযান চালায় র্যাব-১১ এর একটি ইউনিট। এসময় চার কাটুনে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়।
আটককৃত সোলায়মান পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ বাঞ্চানগর গ্রামের শামছুল ইসলামের ছেলে। এছাড়া সোলামান ওই সড়কে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানান স্থানীয়রা।
ঘটনানার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ জানান, লক্ষ্মীপুর পৌর শহরের পানির টাংক রোডস্থ আবাসিক বাড়িতে ভাড়া বাসায় বিপুল পরিমান মদসহ মাদকদ্রব্য আনার গোপন সংবাদে ওই বাড়িতে অভিযান চালায় র্যাব। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া অপর জড়িত যুবক রকিকে আটকের চেষ্টা চলছে।