রাকিব হোসেন আপ্র, ১১ জুলাই:
উত্তাল মেঘনা নদীর কবল থেকে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলাকে রক্ষায় স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ‘আদর্শ মানব কল্যাণ সংগঠন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শনিবার দুপুরে কমলনগর উপজেলার নাছিরগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়।
এতে স্থানীয় সমাজসেবক আবুল কাশেম হাওলাদার, ছাত্রনেতা রাকিব হোসেন সোহেল, আদর্শ মানব কল্যাণ সংগঠনের সভাপতি সোহেল হোসেন শাহীন, সহ-সভাপতি আবুল কাশেম সাদ্দাম, সাধারণ সম্পাদক নুরুল আমিন নিরবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, নদীর তীব্র ভাঙনে কমলনগর ও রামগতি উপজেলার হাজারো পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। প্রায় ৭ লাখ মানুষ রয়েছে মহাসংকটে। তাই এ সংকট মোকাবেলায় অবিলম্বে এ অঞ্চলে স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তারা।