রায়হানুর রহমান, ১৬ জুলাই: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির হিসাবে রামগঞ্জেও বিতরণ করা হয়েছে বিভিন্ন ফলদ ও ভেষজ গাছের চারা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর নিদের্শ অনুযায়ী রামগঞ্জ উপজেলা বন বিভাগ উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে এসময় রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহীদ হাসান, উপজেলা বন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।