জাহীদ হাসান পাবেল/ সাঈদ আলম শাহীন, ১৭ জুলাই:
করোনা ভাইরাস প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক Ars Alb-30 ও মাস্ক বিতরন উপলক্ষে জেলার রামগঞ্জে হোমিও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার ২নম্বর নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আশারকোটা গ্রামের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংঠন (প্রয়াস) এর সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, আশারকোটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার, পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মােতালেব জুয়েল প্রমূখ।
ক্যাম্পেইনে শতাধিক জনসাধারনের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক Ars Alb-30 ও মাস্ক বিতরন করা হয়।