আবু তাহের, ২২ জুলাই:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান আজ বুধবার দুপুরে ১২ জন শারিরীক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার নির্বাহী অফিসার মুনতাসির জাহানের পরামর্শক্রমে সমাজসেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে চিঠি চালাচালি করে ১২টি হুইল চেয়ার বরাদ্ধ পান।
উক্ত হুইল চেয়ারগুলি আজ উপজেলা পরিষদ প্রাঙ্গন এলাকায় পৌরসভার কলচমা গ্রামের শারিরীক প্রতিবন্ধী শামীমা ইয়াছমিন, রতনপুর গ্রামের আবদুর রশিদ, করপাড়া ইউনিয়নের মধ্যকরপাড়া গ্রামের আজিম শরিফসহ ১২ জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ারগুলো বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে প্রমূখ।