রেদােয়ান সালেহীন নাঈম, ২৩ জুলাই: লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ বুধবার বিকেলে সোনাইমুড়ি উপজেলার আমকি এলাকাতে অভিযান চালিয়ে রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সমর দাসের চিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
চিনতাইয়ের ঘটনার মাত্র একদিনের মাথায় ঘটনার মূল হোতা ও চিনতাইকারী রাকিব হোসেন (২৮)কে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
কলেজ অধ্যাপক সমর দাসের দায়ের করা মামলায় পুলিশ আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত চিনতাইকারীকে দুপুরে লক্ষ্মীপুর আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।
সুত্রে জানায়, রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সমর দাস ১৭ জুলাই পৌর শহরের বালুয়া চৌমুহনী ব্র্যাক অফিসে সামনে চিনতাইকারীর কবলে পড়ে।
এসময় চিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তার মোটরসাইকেল, মোবাইল সেট ও নগদ টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে রাতেই সমর দাস বাদি হয়ে রামগঞ্জ থানায় একটি চিনতাই মামলা দায়ের করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মামলা দায়ের করার পরে ওসি তদন্ত ফজলুল হক এবং মামলার তদন্তকারী অফিসার এস.আই মহসিন চৌধুরীর নেতৃত্বে চৌকস পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমকি এলাকাতে অভিযান চালিয়ে চিনতাই হওয়া মোটরসাইকেল, মোবাইলসহ চিনতাইকারীকে আটক করে।