মাহমুদ ফারুক, ৩১ জুলাই: রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ও ফরিদ আহম্মেদ ভূইয়া একাডেমীর চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ভূইয়ার বড় ভাবী মিসেস ফেরদৌস খানম (৭৩) আজ শুক্রবার সকাল ৮টায় ঢাকার ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য ক্যান্সারে অসুস্থ্য ছিলেন। মরহুমা ফেরদৌস খানমের স্বামী মরহুম মুজাফফর আহম্মেদ ভূইয়া সড়ক ও জনপথ এবং যমুনা ব্রীজের প্রধান প্রকৌশলী ছিলেন । মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার আত্মীয় ফরিদ আহম্মেদ ভূইয়া জানান, আজ শুক্রবার বাদ জুমা ঢাকার বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা ও বাদ এশা রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের উদয়পুর গ্রামের নিজ বাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।