মাহমুদ ফারুক, ৫ আগষ্ট: রামগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সাথে বিভিন্ন পেশাজীবি ও সর্বস্তরের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সাথে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার, মুক্তিযোদ্ধা আবুল বাশার, মানিক মালসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রামগঞ্জ ও সোনাপুর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটি, রামগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মতবিনিময় করেন।
অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা রামগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন, সামাজিক ও প্রশাসনিক কার্যক্রমে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করে জানান, আমার একার দ্বারা কোন কাজ করা সম্ভব নয়। রামগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগীতায় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া সম্ভব।