মাহমুদ ফারুক, ৯ আগষ্ট: লক্ষ্মীপুরে রামগঞ্জে ধর্ষনের শিকার কিশোরী ফাতেমা আক্তার প্রিয়া (১৪) মৃত্যুর ঘটনা ধামাচাপা দিয়ে দাফন করার পর বেরিয়ে আসে মূল ঘটনা। এসময় স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ধর্ষক বাহারুল আলম বাহার (২৯)কে আটক করতে সক্ষম হয়েছে। ধর্ষন ও হত্যাকান্ডের শিকার কিশোরী উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের বাউরখাড়া গ্রামের গ্রাম পুলিশ সদস্য লোকমান হোসেনের কন্যা।
আটককৃত বাহারুল আলম বাহার ভাটরা ইউনিয়নের বাউরখাড়া গ্রামের আয়ুব আলীম মাষ্টার বাড়ীর হারুন অর রশিদের ছেলে।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকাল ৩টায় ভাটরা ইউনিয়নের বাউরখাড়া গ্রামের আবুল কালামের বসতঘরে।
এ ঘটনায় কিশোরীর পিতা গ্রাম পুলিশ সদস্য লোকমান হোসেন বাদী হয়ে আজ রবিবার সকালে রামগঞ্জ থানায় বাহারুল আলম বাহার ও তার স্ত্রী রাবেয়া আক্তারসহ দুইজনকে আসামী করে একটি এজাহার দায়ের করেছেন।
থানা সূত্রে ও মামলার বাদী লোকমান জানান, শনিবার (৮ আগষ্ট) বাড়ীর সর্ম্পকৃত নাতীন রাবেয়া আক্তার ও তার স্বামী বাহারুল আলম আমার মেয়ে ফাতেমা আক্তার প্রিয়াকে আত্মীয়ের বাড়ীতে বেড়ানো কথা বলে নিয়ে যায়। বিকাল ৩টায় আমার সুস্থ্য মেয়ে হৃদরোগে মারা গেছে বলে আমাদেরকে খবর দিয়ে নিজেরাই ফাতেমা আক্তার প্রিয়ার লাশ আমাদের বাড়ীতে নিয়ে আসে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে বাড়ীর লোকজনসহ আমার মেয়ের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করি।
দাফনের কিছুক্ষন পর লাশ ধোয়ানোর জন্য আসা একই গ্রামের সেলিনা আক্তার (৩৫) ও সেলিনা বেগম (৩০) আমাদেরকে জানান লাশ ধোয়ানের সময় তারা আমার মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ গোপনাঙ্গে রক্ষক্ষরন হয়েছে বলে জানান।
পরে আমি বিষয়টি বাড়ীর লোকজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলে তাদের পরামর্শক্রমে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানাই। রাতে এলাকার লোকজন সহ পাহারা বসিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনার মূল হোতা বাহারুল আলম বাহারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনার সাথে জড়িত বাহারুল আলমকে গ্রেফতার করেছি। বাকী আসামীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যপারে কিশোরীর বাবা লোকমান হোসেন আজ রবিবার সকালে বাহারুল আলম ও তার স্ত্রী রাবেয়া আক্তারকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছেন। গ্রেফতারকৃত বাহারুল আলমকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তি কাজ সম্পর্ণ করা হবে।