শাহ আলম শাহেদ, ৩০ আগষ্ট: রামগঞ্জ পৌর শহরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ২০ জোড়া গামবুট বিতরণ করেছে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব। আজ সোমবার দুপুরে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিনিধিবৃন্দ রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারীর হাতে উন্নতমানের গামবুটগুলো তুলে দেন।
সংগঠনের সভাপতি মাহমুদ ফারুকের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা কার্যালয়ের সচিব জাকির হোসেন, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজ শাকিল, কোষাধ্যক্ষ রায়হানুর রহমান প্রমূখ।
এসময় রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী জানান, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের এ ধরনের উদ্যেগ প্রশংসার দাবী রাখে। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য গামবুট নিত্যপ্রয়োজনীয় একটি জিনিস। আমি অত্র সংগঠনের সফলতা কামনা করছি।