সাখাওয়াত হোসেন, ১ সেপ্টেম্বর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রামগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্দ্যোগে আলোচনাসভা ও দোয়ার অনুষ্ঠান মঙ্গলবার ০১ সেপ্টেম্বর বিকেলে পৌর শহরস্থ সরকারি কলেজ ও আলিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বেগম জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহবান জানান।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্বাধীন বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ৩০ মে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। বর্তমানে মিথ্যা মামলায় দীর্ঘদিন অসুস্থ্য থাকার কারনে দলের নেতৃত্ব দিচ্ছেন রাজনীতির উদীয়মান সূর্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ের স্পন্দন জিয়াউর রহমানের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ ১ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তিসহ দীর্ঘায়ু কামনা করেন।
উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের উপস্থিততে রামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।