মামুনুর রশিদ, ১৯ সেপ্টেম্বর:
লক্ষ্মীপুরে ক্যান্সারসহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৭৩ জন রোগীকে আর্থিক সহায়তা হিসেবে ৮৬ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৫৭টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ১৫ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। বুধবার জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের এ অনুদান চেকের মাধ্যমে বিতরণ করা হয়। জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।