আনিস কবির, ৩০ সেপ্টেম্বর:
লক্ষ্মীপুরে আগামী ৪ অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে অবহিতকরণ সভা করা হয়েছে।
আজ বুধবার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এই সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন জেল সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার, জেলা তথ্য কর্মকর্তা মনির হোসেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ, ডা. নাহিদ রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন সামাজিক দূরত্ব বজায় রেখে লক্ষ্মীপুরে প্রায় ৩লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।