ইয়াছিন আরাফাত রাব্বী, ২ অক্টোবর:
লক্ষ্মীপুর পৌর ৬ নং ওয়ার্ড যুব সংঘে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। এতে ওই ওয়ার্ডের প্রায় দুই’শ রোগীকে বিনা খরছে চিকিৎসাসেবা ও ঔষধ দেয়া হয়।
আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর পৌর ৬নং ওয়ার্ড সোনালী কলোনী এলাকায় সংগঠনটির নিজ কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে চিকিৎসা প্রদান করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মো. জয়নাল আবেদীন।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আবুল কাশেম সমীরের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন, লক্ষ্মীপুর জেলা মার্কেটিং অফিসার মো. মনির হোসেন, লক্ষ্মীপুর জেলা ড্রাগ সুপার সুশীল কুমার ঢালী, বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এ্যাসোসিয়েসনের সদস্য সচিব মো. আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন, সবুজ বাংলাদেশ সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু। এছাড়াও যুব সংঘের উপদেষ্টা ফয়েজ আহম্মেদ, ৬নং ওয়ার্ড যুব সংঘে’র সাধারণ সম্পাদক নাহিদ হাসান তুহিন, কোষাধ্যক্ষ আফজাল কাঞ্চনসহ আসিফ, পলাশসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগীতা করেন।
জানতে চাইলে পৌর ৬ নং ওয়ার্ড যুব সংঘে’র সভাপতি আবুল কাশেস সমীর বলেন, মানব সেবাই এ সংগঠনের ধর্ম। এ ওয়ার্ডের অনেক মানুষ আছে টাকার অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আবার অনেক সময় চিকিৎসা সেবা নিতে গিয়েও হয়রানির শিকার হন। তাই তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতেই সংগঠনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরনের আয়োজন করা হয়েছে। এতে চিকিৎসা সেবা দিয়ে সহযোগীতা করেন মানবতার সেবক চিকিৎসক ডাঃ জয়নাল আবেদীণ। এছাড়াও সার্বিক সহযোগিতা করেন স্থানীয় কাউন্সিলর আবুল খায়ের স্বপন। ৬নং ওয়ার্ডের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে আবারও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। এজন্য স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।