আনিস কবির, ৫ অক্টোবর : নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে মারধরের ঘটনার খবরের একদিন পার না হতেই এবার লক্ষ্মীপুরের রামগতিতে ঘরে ঢুকে এক বিধবা নারীকে গণধর্ষণের পর হাত-পা বেঁধে বাড়ির পিঁছনে পেলে যাওয়ার অভিযোগ উঠেছে।
পূর্ব বিরোধের জেরে স্থানীয় বখাটে জামাল হোসেনসহ ৫ জন মিলে ওই নারীকে গণধর্ষণ করে বলে অভিযোগ করেন ঐ বিধবা নারী।
এ ঘটনায় আজ সোমবার (৫ অক্টোবর ) দুপুরে ধর্ষণের শিকার ঐ নারী বাদী হয়ে রামগতি থানায় ধর্ষক জামাল হোসেনকে প্রধান করে ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় আজ বিকালে জামাল ও সোহেলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে রবিবার (৪ অক্টোবর) গভীর রাতে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়েনের কলাকোপা এলাকায় গনধর্ষণের শিকার হন ওই বিধবা নারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, চরপোড়াগাছা ইউনিয়েনের কলাকোপা এলাকায় নিজ ঘরে একাই থাকেন বিধবা নারী। রাত ১টার দিকে ঘরে ঢুকে জামাল উদ্দিনসহ ৫জন ওই বিধবা নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে হাত-পা, মুখ ও চোঁখ বেঁধে বাড়ির পিঁছনে পেলে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গণধর্ষণের শিকার ঐ নারীকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করেন।
রামগতির থানার অফিসার ইনচার্জ মোঃ সোলেমান জানান, বিধবা নারীকে গনধর্ষণের অভিযোগ ভিকটিম নিজেই থানায় ৫ জনকে আসামী করে মামলা করেন। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদেও গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।