ফয়সাল কবির, ৫ অক্টোবর: লক্ষ্মীপুরে ধর্ষন ও হত্যাকাণ্ডের শিকার নবম শ্রেণীর শিক্ষার্থী হিরামনির বাড়ী পরিদর্শন ও তার কবর জিয়ারত করেছেন লক্ষ্মীপুর- রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া।
আজ সোমবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা গোপীনাথপুর এলাকায় হীরামনির মায়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তার হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় হীরামনির ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
তিনি বলেন আজ সারা বাংলাদেশে ধর্ষণের মহোৎসব চলছে। এটি এখন ভাইরাসে পরিনত হয়েছে। যেখানে স্বাধীন বিচার ব্যবস্থা নাই, সেখানে আইনের শাসন নাই, সেখানে এসব ঘটনা ঘটবেই। শাসকদল জনগনের নির্বাচিত জনপ্রতিনিধি নয়, যার ফলে তাদের চত্র ছায়ায় এমন ঘটনা ঘটে যাচ্ছে।
দলীয় ব্যানারে এমন বর্বর নগ্ন কাজ করে যাচ্ছে হায়নার দল। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ স্বপন, ভুট্টু চৌধুরী, যুবদল নেতা ফরিদ উদ্দিন, মহিউদ্দিন বিটু পাটোয়ারী, ইউসুফ হোসেন, মোঃ খলিল, পাপন ভূঁইয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : গত ১১ জুন বিকেলে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী হীরামনিকে নিজ ঘরে ধর্ষণের পর হত্যা করে দূর্বৃত্তরা। এঘটনায় পরের দিন সদর থানায় মা ফাতেমা বাদী হয়ে মামলা দায়ের করে।