আতোয়ার রহমান মনির, ৭ অক্টোবর:
নারীর নিরাপত্তা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়ার দাবী নিয়ে লক্ষ্মীপুরে সম্মিলিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ সারাদেশের নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন পরিষদের জেলা শাখার আহ্বায়ক শাহেদ সরোয়ার, যুগ্ম আহ্বায়ক ইউসুফ, সদস্য অনন্যা মনি অনু, মারুফ জাকির, ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষকদের কোন দলীয় পরিচয় নেই, ধর্ষক শুধুই ধর্ষক। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিয়ে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবী জানান। এ দাবীর সঙ্গে সকল দলকে এগিয়ে আসার আহবান জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ১.২.৩.৪ ধর্ষকরা বাংলা ছাড়, আমার বোন ধর্ষিতা কেন পুলিশ প্রশাসন জবাব চাই এসব লেখা সম্বিলিত পেষ্টুন দেখা গেছে।