আনিস কবির, ১২ অক্টোবর:
লক্ষ্মীপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাতেন হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় স্থানীয় বখাটে বাতেন হোসেন (২৮) ওই শিশুকে পাশে একটি বাগানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেন পরিবার। ধর্ষণ চেষ্টার ঘটনায় একই এলাকার মৃত আবদুল হাইয়ের ছেলে বাতেন হোসেনকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ।
শিশুটির মা জানান, বাতেন ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে পাশে ভর্তি বাগানে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন বলে অভিযোগ করেন তারা। শিশুটির চিৎকারে আশে পাশের লোকজন আসতে দেখে ধর্ষণকারি বাতেন পালিয়ে যায় চেষ্টা কালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটক করা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।