ইয়াছিন আরাফাত রাব্বী, ২৮ অক্টোবর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সিরুন্দি গ্রামে ব্যাটারীচালিত অটো রিক্সার সাথে ধাক্কা খেয়ে রামগঞ্জ মোহাম্মদিয়া এতিমখানার শিক্ষার্থী মোঃ বাকের হোসেন (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় নিজ বাড়ীর সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বাকের হোসেন ভাদুর ইউনিয়নের সিরুন্দি গ্রামের মনোহরগাজী পাটোয়ারী বাড়ীর কাউছার আহম্মেদের ছেলে।
শিশুটির বাবা কাউছার আহম্মেদ জানান, তার ছেলে বাকের হোসেনের মাদ্রাসা বন্ধ থাকায় সে গত কয়েকমাস থেকে বাড়ীতেই থাকে। আজ বুধবার সকাল ১০টায় বাড়ীর উত্তর পাশের রাস্তা থেকে হটাৎ দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিক্সার সাথে প্রচন্ড গতিতে ধাক্কা খেয়ে মাথা ও বুকে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়।
আমিসহ বাড়ীর অন্য লোকজন তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিষয়টি জেনেছি, ব্যবস্থা নেয়া হচ্ছে।