আনিস কবির, ৩০ অক্টোবর:
লক্ষ্মীপুরের রায়পুরে পরিবারের সদস্যদের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। শুক্রবার বিকেলে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদ উল্যার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলো-তাহসিন (২) ও মো. আবদুল্লাহ (দেড় বছর)। তাহসিন উপজেলার চর আবাবিলের গাইয়ারচর গ্রামের কৃষক কামাল হোসেনের ছেলে এবং আবদুল্লাহ একই উপজেলার সোনাপুরের রাখালিয়া গ্রামের দিনমজুর মো. সেলিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পৌর কাউন্সিলর শহিদ উল্যার বাড়ির কাদের মোল্লার দুই মেয়ে বুধবার বাবার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু তাহসিন ও আবদুল্লাহ বাড়ির পাশে বল নিয়ে খেলা করছিল। অসাবধানতাবশত তারা পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুজির একপর্যায়ে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন।
এব্যাপারে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই শিশুদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।