ইয়াছিন আরাফাত রাব্বী, ৩১ অক্টোবর:
পুলিশই জনতা-জনতাই পুলিশ “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে বিভিন্ন উপজেলায় নানান আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজন ও কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করা হয়, লক্ষ্মীপুর, রামগঞ্জ, রায়পুর, কমলনগর ও চন্দ্রগঞ্জে । আজ শনিবার সকালে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে রামগঞ্জ থানা প্রাঙ্গণে আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব খাঁন ফাহিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মেদ, রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আকবর হোসেন, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহীদ হোসেন ভূইয়া, সাংবাদিক মাহমুদ ফারুক প্রমূখ।