আতোয়ার রহমান মনির, ১ নভেম্বর:
লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছর বয়সী এক গৃহপরিচালিকাকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেপ্তার করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে শনিবার রাতে রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের পাটোয়ারী বাড়ী থেকে আবুল কাশেমকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার বিকালে সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আবুল কাশেম স্থানীয় সোনাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও তিনি একই এলাকার তোফায়েল আহাম্মেদ এর ছেলে।
পুলিশ জানান, শনিবার বিকালে রাখালিয়া গ্রামে অন্যের বাড়ীতে কাজ সেরে নিজবাড়ীতে ফেরার পথে আবুল কাসেম কিশোরীকে একটি বস্তা মাথায় তুলে দেয়ার কথা বলে তার মুরগীর খামারের দোতলার ছাদে ডেকে নিয়ে যায়।
ছাদে ওঠার পরেই গেইট বন্ধ করে দেয় আবুল কাশেম। সেখানে গৃহপরিচালিকা কিশোরীকে এক পর্যায়ে জোর পূর্বক ধর্ষন করে।
গুরুতর অবস্থায় কিশোরী ছাদের সাথে লাগোয়া সুপারী গাছ দিয়ে পালিয়ে নীচে নেমে আসে। মেয়ের খোঁজে মা আসার পর কিশোরী তার মাকে ঘটনাটি খুলে বলে। রাতেই তারা আইনের আশ্রয় নেয়।
এ ব্যাপারে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতনের আইনে কিশোরীর মা বাদী হয়ে আবুল কাসেম (৬৫) কে একমাত্র আসামী করে থানায় মামলা দায়ের করে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, এ ব্যাপারে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ধর্ষক আবুল কাসেমকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিকেলে জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে রিপোর্ট পাঠানো হবে বলে তিনি জানান।