রায়হানুর রহমান, ৪ নভেম্বর: জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখীল উচ্চ বিদ্যালয় সংলগ্ন কয়েকটি দোকানে সংগঠিত অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি ব্যাবসায় প্রতিষ্ঠান। এতে ১০লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যাবসায়ীদের। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা জানান, রাত প্রায় ১০টায় ব্যাবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ীতে চলে যান। রাত সাড়ে ৩টার দিকে হটাৎ দোকানগুলোতে একযোগে আগুন দেখা দিলে স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করার আগেই জহির স্টোরের মুদি দোকান, জাকির মেডিসিন, ফয়সাল স্টোর, আনোয়ার ইলেকট্রিক সম্পূর্ণ ভষ্মিভূত ও বন্দে আলী ভূইয়া ও মান্নান কামারের চা দোকানের ক্ষয়ক্ষতি হয়।
প্রায় ত্রিশ মিনিট পর রামগঞ্জ ফায়ার ষ্টেশন ঘটনাস্থলে পৌঁছায়।
রামগঞ্জ উপজেলা ফায়ার ষ্টেশনের ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।