মামুন ভূইয়া, ৪ নভেম্বর: লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহরের ১নং ওয়ার্ড (নতুন বাজার) খাজুর তলা নামক স্থানে পুকুরের পানিতে পড়ে এক শিশুর (২)মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৪ টার এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও বাড়ীর লোকজন জানান, খাজুর তলার আল আমিন একাডেমীর পিঁছনে বসবাসকারী শাহজাহানের শিশু পুত্র মোঃ আহাদ (২) বিকালে সকলের অগোচরে ঘরের পাশে অবস্থিত পুকুরে পড়ে যায়।
পরে শিশুটির মা’ তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, সম্প্রতি রায়পুর পৌরশহর সহ উপজেলা ব্যাপী পানিতে পড়ে শিশু মৃত্যুর হার উদ্বেগজনক হারে বেড়ে চলছে ।