আনিস কবির, ৭ নভেম্বর: ‘সিপাহী জনতা ঐক্যবদ্ব এই কন্ঠস্বর গণতন্ত্র পুনরুদ্বারের দীপ্ত শপথে ’ এই শ্লোগানে লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাতীয় বিল্পব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে আলোচনা সভার আয়োজন করে লক্ষ্মীপুর জেলা বিএনপি।
সদর উপজেলার বিএনপি সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়া, পৌর বিএনপি সভাপতি মাহবুবুর রহমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম প্রমূখ।
এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।