জামাল উদ্দিন বাবলু, ৮ নভেম্বর: বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপুরের সন্তান হিজবুল বাহার রানাকে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের আয়োজনে শহরের উত্তর তেমুহনী এলাকার এন আহম্মদিয় স্কুল মাঠে শনিবার বিকেলে এ গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এর আগে ঢাকা থেকে নিজ এলাকা লক্ষ্মীপুরে ফেরার পথে চন্দ্রগঞ্জ থেকে সংবর্ধণাস্থল পর্যন্ত কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
বিকেলে শতাধিক মোটর সাইকেলসহ নেতাকর্মীরা শোভাযাত্রা নিয়ে হিজবুল বাহার রানাকে সংবর্ধনাস্থলে নিয়ে আসেন। এ সময় জেলা আওয়ামী লীগ ও কৃষক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ থেকে হিজবুল বাহার রানাকে সংবর্ধণা দেওয়া হয়।
লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের সভাপতি ওমর ফারুক ইবনে হুসাইন ভূলুর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এডভোকেট জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজ্জামেল হায়দার ভূঁইয়া মাসুম, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন মাহম্মদ বাবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমূখ।
সংবর্ধণা অনুষ্ঠানে হিজবুল বাহার রানা বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে এ পদে নির্বাচিত করেছেন। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আমার এলাকার মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। কৃষক লীগকে আরো গতিশীল করতে আমাকে দেওয়া দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করেত সতেষ্ট থাকবো।
গণ-সংবর্ধণা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ ও অন্যান্য সহাযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।