আবু তাহের, ১১ নভেম্বর: করোনা ভাইরাস সংক্রমনের সম্ভাব্য দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করনের লক্ষে ব্যাপক প্রচারনার উদ্দেশ্যে জেলার রামগঞ্জ উপজেলাব্যাপী সকল জনসাধারনকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে কঠোর হচ্ছে উপজেলা প্রশাসন।
এ লক্ষে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সকল কর্মকর্তাদের উপস্থিতিতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে মাস্ক ব্যবহার বিষয়ে আলোচনা করেন, রামগঞ্জ সরকারী হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রওশন জামিল ভূইয়া, উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোনাজের রশিদ, সোনাপুর বাজার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মোঃ লিয়াকত হোসেন পাটোয়ারী, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মাসুদ আলম, রামগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন, আসন্ন শীতে করোনা ভাইরাস সংক্রমনের সম্ভাব্য দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করনের লক্ষে ব্যাপক প্রচারনার উদ্দেশ্যে খুব মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক প্রচারনা চালানো হবে। এরপরেও কেউ যদি মাস্ক ব্যবহার না করে তাহলে আগামী সপ্তাহ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হবে বলেও তিনি জানান।