জুনায়েদ আহম্মেদ, ১১ নভেম্বর:
যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের অর্থায়নে লক্ষ্মীপুরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ছড়ি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা যুবলীগের নিজস্ব অর্থায়নে জেলা শহরের শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে ৫০ জন পক্ষাঘাত প্রতিবন্ধীদের মাঝে এসব হুইলচেয়ার ও ২৫ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।
জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন টিটুসহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।
এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠা বার্ষিকীতে এ উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। এ নির্দেশনা প্রদানের জন্য কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে দলকে শক্তিশালী করতে যুবলীগের সকল নেতাকর্মীকে রাজপথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তারা।