আনিস কবির, ১৩ নভেম্বর:
রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্তৃক গণপরিবহনে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গন থেকে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলবসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সমাবেশে নেতারা বলেন, বিএনপি জামায়াত জনগণের জন্য নয়-সহিংসতার রাজনীতিতে লিপ্ত। তারা পূর্বেও মানুষের যানমাল পুড়ে ক্ষমতায় আসতে চেয়ে ছিলো, আবারও আসার জন্যই মানুষ পুড়িয়ে মারার পায়তারায় লিপ্ত হচ্ছে। তাই গতকালও কোন কারন ছাড়াই গণপরিবহনে অগ্নিসংযোগ করে তারই প্রমান দিয়েছে। এসময় নেতাকর্মীরা এঘটনায় হুশিয়ারী দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।