জহিরুল ইসলাম টিটু, ১৫ নভেম্বর: নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও জমে উঠেছে জেলার প্রতিটি পৌরসভার মেয়র প্রার্থীরা নির্বাচনী পথসভা, মতবিনিময় ও কুশল বিনিময় অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় জেলার রায়পুরে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করে মতবিনিময়সভা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক উপ-কমিটির সদস্য গিয়াস উদ্দিন রুবেল ভাট।
শনিবার (১৪ নভেম্বর) রাতে রায়পুর পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে গিয়াস উদ্দিন রুবেল ভাট মতবিনিময় সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মী, সুশীল সমাজ, পৌরবাসী ও সাংবাদিকদের সামনে নিজেকে মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন।
লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ’র সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র কাজী নাজমুল কাদের গুলজার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বিএম ইউছুফ জালাল কিসমত, চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফিক পাঠান, কেরোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল ইসলাম সামু, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য মামুন বিন জাকারিয়া, রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মঞ্জুর হোসেন সুমন, সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান, পৌরসভার কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি-সাধারণ সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গ-সংঠনের নেতাকর্মী এবং লক্ষ্মীপুর ও রায়পুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে পৌর মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনা আমাকে রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করলে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে রায়পুর পৌর শহরকে অত্যাধুনিক পৌরসভায় রুপান্তরের স্বপ্ন পূরন করবো ইনশাল্লাহ।