আনিস কবির, ১৭ নভেম্বর: লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই সিএনজি অটোরিক্সা আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি রুহুল আমিন সড়ক দূর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ৩টা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন সিএনজি অটোরিক্সা চালক, অন্যজন ফল ব্যবসায়ী বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, চট্রগ্রামুখী শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ দুইজন দুইজন ঘটনাস্থলেই মারা যায়। পরে হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।