রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক বর্ষিয়ান রাজনীতিবিদ ও রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ মোঃ ওমর ফারুকের বাবা শেখ মোঃ বদরোদ্দৌজা (৮০) আজ শনিবার সন্ধা ৬.৪৫ মিনিটে রামগঞ্জ পৌর রতনপুরস্থ একটি ভাড়া বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুুস্থ ছিলেন।
মৃত্যুকালে শেখ মোঃ বদরোদ্দৌজা স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন, রামগঞ্জ উপজেলা বিএনপি, উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
পারিবারিক সূত্রে জানায়, আগামীকাল রবিবার সকাল ১০টায় মরহুমের প্রথম জানাজার নামাজ রামগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদ ঈদগাঁ মাঠে ও ২য় জানাজা মরহুমের নিজ বাড়ী পৌর জগতপুর গ্রামের শেখের বাড়ীর সামনে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।